NOW LIVE

Mon. Dec 23rd, 2024

The Kubera Principle

The Kubera Principle

The Book That Will Change the World

West Bengal school job | Kolkata High school job | Group – D Govt Job in West Bengal 2023 |
@JobscearchKolkata

Apply link………..

Recruitment – Group D

Description……….
West Bengal school job
Kolkata High school job
Group – D Govt Job in West Bengal 2023
job search kolkata
all job search kolkata
government jobs
govt job
government jobs in westbengal

অষ্টম শ্রেণির পাশেই পশ্চিমবঙ্গের স্কুলে অবশেষে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি | WB School Group-D Recruitment:

চাকরিপ্রার্থীদের জন্য নতুন করে বিশাল বড় একটি সুখবর। ন্যূনতম যোগ্যতার পশ্চিমবঙ্গের হাইস্কুলতে গ্রুপ ডি তথা পিয়ন পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে এখানে। দীর্ঘদিন পর অবশেষে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যে। যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারি চাকরির আশায় পথ চেয়ে বসে রয়েছেন তাদের জন্য অবশেষে নতুন করে বিশাল বড় একটি সুখবর। এখানে পুরুষ অথবা মহিলা সকল ধরনের চাকরিপ্রার্থীরাই আবেদন করে চাকরি পেয়ে যেতে পারেন। যে সমস্ত চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে গ্রুপ ডি পদে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই বিস্তারিতভাবে নিচের দেওয়া সম্পূর্ণ আপডেটটি পড়ে নেবেন।

পদের নাম: এখানে যে পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হল- Group D (Lab Attendant)

শিক্ষাগত যোগ্যতা: এখানে যাকেই করতে চাইলে চাকরিপ্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র অষ্টম শ্রেণি পাস। অর্থাৎ যেকোনো শিক্ষিত বিদ্যালয় থেকে শুধুমাত্র অষ্টম শ্রেণী অথবা মাধ্যমিক পাস হলেই চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন।

বেতন: এখানে যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি পাবেন তাদের প্রতি মাসে ১৯০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।

বয়স: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে অবশ্যই ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি: এখানে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমেই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে হবে এবং নিচের দিকে আবেদনের ফর্মটি পাওয়া যাবে সেটি প্রথমে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর সেই ফর্মটির নির্ভুলভাবে সম্পূর্ণরূপে ফিলাপ করতে হবে এবং এর সঙ্গে পাসপোর্ট সাইজের ফটোকপি লাগাতে হবে। এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস দরকার সেগুলো একত্রিত করে সংযুক্ত করতে হবে। সবশেষে আবেদন পত্রটি একটি খামে ভরে সংশ্লিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা: Ramakrishna Mission Boys’ Home High School (H.S), Rahara, P.O. + P.S – Rahara, S.D – Barrackpore, Dist.- North 24 Parganas, Kolkata – 700118, Phone No. (033) 2523-6969, Email- rkmhighschoolrahara@gmail.com

আবেদনের শেষ তারিখ: এখানে আবেদন করা যাবে ২২ আগস্ট, ২০২৩ তারিখ পর্যন্ত।

#india #jobs #jobs

NOW LIVE

© 21st Century RichMegaJobs.com. All Rights Reserved.